জ্যোতির্ময় ঘোষ (১৩০২? — ৪.৩.১৩৭২ বঙ্গাব্দ)। এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকে পি-এইচ-ডি উপাধি লাভ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অঙ্কশাস্ত্রের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অঙ্কশাস্ত্রের প্রধান অধ্যাপক, কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা কমিটির সদস্য এবং ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স অব ইন্ডিয়ার সদস্য ছিলেন। প্রেসিডেন্সী কলেজে অধ্যক্ষতা করেছেন। সাহিত্যক্ষেত্রে ‘ভাস্কর’ ছদ্মনামে প্ৰসিদ্ধ হন। রচিত গ্ৰন্থ : ‘শুভশ্ৰী’, ‘মজলিস’, ‘কথিকা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড.
« জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড.
পরবর্তী:
জ্যোতির্ময় বসু »
জ্যোতির্ময় বসু »
Leave a Reply