জ্যোতির্ময় গুহঠাকুরতা, ড. (জুলাই ১৯২০ – ৩০.৩.১৯৭১) বরিশাল। কুমুদরঞ্জন। প্রখ্যাত শিক্ষাবিদ। ময়মনসিংহ জেলা স্কুল থেকে ম্যাট্রিক, কলিকাতা প্রেসিডেন্সী কলেজ থেকে আইএস-সি, এবং ১৯৪২ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজীতে প্ৰথম শ্রেণীতে প্ৰথম স্থান অধিকার করে বি-এ পাশ করেন। এই পরীক্ষায় দর্শনশাস্ত্রে রেকর্ড নম্বর পাওয়ার জন্য ‘পোপস মেমোরিয়েল গোন্ড মেডাল’ প্ৰাপ্ত হন। ১৯৪৩ খ্রী. এমএ পরীক্ষায়ও প্রথম স্থান অধিকার করেন। ১৯৪৮ খ্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজীর লেকচারার পদে বৃত হন। ১৯৬৬ খ্রী. কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজ থেকে পি-এইচডি লাভ করে দেশে ফিরে এসে কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার পর সেখানকার রীডার হন। নিবন্ধকার হিসাবেও খ্যাতিমান হয়েছিলেন। সমন্বয়বাদে বিশ্বাসী ছিলেন। দেশবিভাগের পর পূর্ব-পাকিস্তানে থেকে যান। তিনি বলতেন, পাকিস্তান রাষ্ট্রে শুধু হিন্দুরাই দ্বিতীয় শ্রেণীর নাগরিক নয়, পূর্ব-পাকিস্তানের মুসলমানেরাও তাই। ১৯৭১ খ্রী. পূর্ববঙ্গের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহরে পাকিস্তানী শাসকদের হাতে অন্যান্য বুদ্ধিজীবীদের সঙ্গে তিনিও নিহত হন।
পূর্ববর্তী:
« জ্যোতির্মালা দেবী
« জ্যোতির্মালা দেবী
পরবর্তী:
জ্যোতির্ময় ঘোষ »
জ্যোতির্ময় ঘোষ »
Leave a Reply