জ্যোতিরিন্দ্রনাথ নন্দী – কুমিল্লা। সাহিত্যিক। সাহিত্য ছাড়া অন্যদিকে মন ছিল না, সুষ্ঠুভাবে একটানা কোনও চাকরিও করতে পারেন নি। প্রথম উপন্যাস ‘সূৰ্যমুখী’। ছোট গল্পের জন্য বেশী প্ৰসিদ্ধ। ‘শালিক কি চড়াই’ উল্লেখযোগ্য গল্পগ্রন্থ। ‘বারো ঘর এক উঠান’ তার সমধিক প্রসিদ্ধ উপন্যাস। অন্যান্য গ্ৰন্থ ‘মীরার দুপুর’, ‘প্রেমের চেয়ে বড়’, ‘এই তার পুরস্কার’ প্ৰভৃতি।
পূর্ববর্তী:
« জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
« জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
পরবর্তী:
জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র »
জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র »
Leave a Reply