জ্ঞানেন্দ্রলাল ভাদুড়ী (১৮৯৯ – ২০.৯.১৯৮২)। বিশিষ্ট প্রাণিবিজ্ঞানী ও কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রধান ছিলেন। ব্যাঙ এবং ব্যাঙচি নিয়ে তার মৌলিক গবেষণা আন্তর্জাতিক খ্যাতি লাভ করেছিল। আচাৰ্য সত্যেন্দ্রনাথ বসুর সঙ্গে বাংলা ভাষায় বিজ্ঞান প্রচারের কাজে সক্রিয় ছিলেন। বঙ্গীয় বিজ্ঞান পরিষদ ও তার মুখপত্র ‘জ্ঞান ও বিজ্ঞান’ পত্রিকার সঙ্গে তার ঘনিষ্ঠ সংযোগ ছিল। ১৯৭০ – ৭৩ খ্রী তিনি ‘ইন্ডিয়ান সায়েন্স নিউজ অ্যাসোসিয়েশনে’র সভাপতি ছিলেন। তাঁর বিখ্যাত গ্ৰন্থ ‘প্রাণিবিজ্ঞানের পরিভাষা’।
পূর্ববর্তী:
« জ্ঞানেন্দ্রমোহন দাস
« জ্ঞানেন্দ্রমোহন দাস
পরবর্তী:
জ্ঞানেন্দ্ৰপ্ৰসাদ গোস্বামী »
জ্ঞানেন্দ্ৰপ্ৰসাদ গোস্বামী »
Leave a Reply