জ্ঞানেন্দ্রমোহন দাস (১৮৭২? — ১৯৩৯) শিকদারবাগান। — কলিকাতা। বাঙলার অন্যতম শ্রেষ্ঠ আভিধানিক ও সাহিত্যসেবক। চাকরি জীবনে বহু বছর উত্তর প্রদেশের আইজির (পুলিস) খাসমুনশী ছিলেন। ‘প্রবাসী’ পত্রিকায় লেখার মাধ্যমে তার সাহিত্যিক জীবন শুরু হয়। তিনি ২০ বছরের একক প্রচেষ্টায় পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা সংবলিত ৫০ হাজারেরও বেশি শব্দ-সমন্বিত ‘বাঙ্গালা ভাষার অভিধান’ গ্ৰন্থ রচনা করেন। মাইকেলের ‘মেঘনাদবধ’ কাব্যের সটীক সংস্করণ এবং ইহুদি ধর্মের ইতিহাস, মতবাদ এবং অনুষ্ঠানের আলোচনা-সংবলিত গবেষণাগ্রন্থ ‘ইব্রীয়ধর্ম’ তার গভীর পাণ্ডিত্যের পরিচায়ক। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য গ্ৰন্থ : ‘বঙ্গের বাহিরে বাঙ্গালী’, ‘প্রাণীদের অন্তরের কথা’ প্রভৃতি। এ ছাড়াও বহু প্ৰবন্ধ রচনা করেছেন।
পূর্ববর্তী:
« জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর
« জ্ঞানেন্দ্রমোহন ঠাকুর
পরবর্তী:
জ্ঞানেন্দ্রলাল ভাদুড়ী »
জ্ঞানেন্দ্রলাল ভাদুড়ী »
Leave a Reply