জ্ঞানেন্দ্ৰপ্ৰসাদ গোস্বামী (১৯০২ – ১৯৪৭) বিষ্ণুপুর–বাঁকুড়া। বিপিনচন্দ্ৰ। দুই খুল্লতাত লোকনাথ গোস্বামী এবং রাধিকাপ্রসাদ গোস্বামীর নিকট, পরে পণ্ডিত বিষ্ণু দিগম্বর পালুসকর এবং গিরিজাশঙ্কর চক্রবর্তীর কাছে সঙ্গীত অভ্যাস করেন। মধুর কন্ঠস্বরের অধিকারী এই শিল্পী ধ্রুপদ ও খেয়াল দুই অঙ্গেই কৃতিত্বের পরিচয় দেন। খেয়ালের ঢং-এ গাওয়া তার বাংলা গানের রেকর্ডগুলি জনপ্রিয়তা লাভ করেছিল।
পূর্ববর্তী:
« জ্ঞানেন্দ্রলাল ভাদুড়ী
« জ্ঞানেন্দ্রলাল ভাদুড়ী
পরবর্তী:
জ্ঞানেন্দ্ৰেনাথ মজুমদার »
জ্ঞানেন্দ্ৰেনাথ মজুমদার »
Leave a Reply