জ্ঞানেন্দ্ৰেনাথ মজুমদার (১৯০৭ – ২৯.১১.১৯৭৮) কলিকাতা। ডাঃ জিতেন্দ্রনাথ। এমএস-সি, এম.বি. পাশ করে উচ্চশিক্ষার জন্য লন্ডন যান। সেখানে এল.আর.সি.পি, ডিগ্ৰী লাভ করেন এবং এডিনবরা থেকে এফ.আর.সি.এস হন। সার্জন হিসাবে কলিকাতায় কর্মজীবন শুরু করেন। পরে পিতার ইচ্ছায় সার্জারি ছেড়ে হোমিওপ্যাথি নিয়ে পড়াশুনা করে ঐ পদ্ধতিতে চিকিৎসায় খ্যাতি অর্জন করেন। তার পিতামহ ডাঃ প্ৰতাপচন্দ্র ও পিতা উভয়েই বিশিষ্ট হোমিওপ্যাথ ছিলেন। ১৯৩৫ খ্রী. থেকে ১০ বছর তিনি পিসিএম হোমিওপ্যাথি কলেজে শিক্ষকতা করেছেন। ন্যাশন্যাল মেডিক্যাল কলেজের সার্জারি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ছিলেন (১৯৩৭-১৯৪৫)। ১৯৪৬–৪৯ খ্রী. চিত্তরঞ্জন হাসপাতালের ডেপুটি সার্জনের দায়িত্ব পালন করেন। বিভিন্ন মেডিক্যাল সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। রাজ্য-রাজনীতিতেও ঘনিষ্ঠ যোগাযোগ রাখতেন। পাচের দশকে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত হন। ১৯৫৭ খ্রী. থেকে পাঁচ বছর পশ্চিমবঙ্গ বিধান সভার সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« জ্ঞানেন্দ্ৰপ্ৰসাদ গোস্বামী
« জ্ঞানেন্দ্ৰপ্ৰসাদ গোস্বামী
পরবর্তী:
জ্ঞানেশচন্দ্ৰ চট্টোপাধ্যায় »
জ্ঞানেশচন্দ্ৰ চট্টোপাধ্যায় »
Leave a Reply