জ্ঞানেন্দ্রনাথ দাস (১২৬০ – ৭.৯.১৩৩৯ ব.) কলিকাতা। পূর্বনিবাস — যশোহর। হাইকোর্টের প্রসিদ্ধ উকিল শ্ৰীনাথ। তিনি কৃতিত্বের সঙ্গে বি-এ, এম.এ ও বি-এল পাশ করে কিছুকাল হাইকোর্টে যাতায়াত করেন। উদারমতাবলম্বী ছিলেন। ১২৯০ ব. তার প্রকাশিত ‘সময়’ পত্রিকায় তিনি স্যার আশুতোষের কন্যার দ্বিতীয়বার বিবাহকে পূর্ণ সমর্থন করেন। পিতার অতুল ঐশ্বৰ্য এবং প্রচুর সম্মানিত পদ পেয়েও সব প্রত্যাখ্যান করে একজন সাধারণ কর্মীর মতই কাজ করে গেছেন। কাশীধামে মৃত্যু।
পূর্ববর্তী:
« জ্ঞানাঞ্জন পাল
« জ্ঞানাঞ্জন পাল
পরবর্তী:
জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ড. »
জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, ড. »
Leave a Reply