জ্ঞানাঞ্জন পাল (১৮৯৬ – ১১.৫.১৯৭৯)। পিতা প্ৰখ্যাত জাতীয়তাবাদী নেতা বিপিনচন্দ্ৰ। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ. পাশ করেন। প্ৰথম জীবনে পিতার সাহিত্য ও সাংবাদিকতার কাজে প্ৰধান সহযোগী ও শেষ-জীবনে ছিলেন পিতার গ্রন্থাবলীর প্রচারক ও প্রকাশক। ‘বেঙ্গলী’ ও ‘অমৃতবাজার পত্রিকা’র সঙ্গে যুক্ত ছিলেন। ‘পল্লীস্বরাজ’, ‘ন্যাশনাল রিকনস্ট্রাকশন’ ইত্যাদি পত্রিকার সম্পাদনাও করেছেন। ভারত-সভা হল ও ফেডারেশন হল-এর সঙ্গে তার যোগ ছিল। নরেশচন্দ্ৰ সেনগুপ্তের সঙ্গে তিনি ‘সংহতি’ পত্রিকা সম্পাদনা করেন। ‘দি ইংলিশম্যান’ পত্রিকার সম্পাদকমণ্ডলীতে কিছুদিন ছিলেন। রচিত উল্লেখ্য গ্ৰন্থ: ‘Studies in Bengali Renaissance’।
পূর্ববর্তী:
« জ্ঞানাঞ্জন নিয়োগী
« জ্ঞানাঞ্জন নিয়োগী
পরবর্তী:
জ্ঞানেন্দ্রনাথ দাস »
জ্ঞানেন্দ্রনাথ দাস »
Leave a Reply