জ্ঞানশ্ৰীমিত্র (১১শ শতাব্দী) গৌড়। বৌদ্ধান্যায়প্ৰস্থানে সর্বশেষ মৌলিক গ্ৰন্থকার। গোড়ায় তিনি হীনযানী বৌদ্ধ ছিলেন, পরে মহাযানে দীক্ষা গ্ৰহণ করেন। বিক্রমশীলা মহাবিহারে অন্যতর মহাস্তম্ভের পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি একদিকে শঙ্কর, ত্ৰিলোচন, বাচস্পতি, বিত্তোক প্রভৃতি হিন্দু নৈয়ায়িকদের এবং অন্যদিকে বৌদ্ধাচাৰ্য ধর্মোত্তিরের মত বিচার ও খণ্ডন করে নিজ মত প্রতিষ্ঠিত করেন। তার বৌদ্ধান্যায়-সম্বন্ধীয় সুপ্ৰসিদ্ধ গ্ৰন্থ ‘কার্যকরণ-ভাবসিদ্ধি’। তিনি ধৰ্মকীর্তির ‘প্ৰমাণবার্তিকে’র অন্যতম ব্যাখ্যাত ও প্রজ্ঞাকর গুপ্তের প্ৰস্থানানুসারী ছিলেন। তার রচিত অন্যান্য গ্রন্থের মধ্যে ‘ক্ষণভঙ্গাধ্যায়’, ‘আপোহপ্রকরণ’, ‘ঈশ্বরবাদ’ এবং ‘সাকারসিদ্ধিশাস্ত্র’ প্রধান। ‘সুভাষিতরত্নকোষ’ গ্রন্থে তার রচিত কবিতা উদ্ধৃত আছে। সম্প্রতি জ্ঞানশ্ৰীমিত্রের উল্লেখযোগ্য অবদানের নিদর্শন তিব্বতে আবিষ্কৃত এবং পাটনা থেকে প্রকাশিত হয়েছে।
পূর্ববর্তী:
« জ্ঞানশরণ চক্রবর্তী, কাব্যানন্দ
« জ্ঞানশরণ চক্রবর্তী, কাব্যানন্দ
পরবর্তী:
জ্ঞানাঞ্জন নিয়োগী »
জ্ঞানাঞ্জন নিয়োগী »
Leave a Reply