জ্ঞানশরণ চক্রবর্তী, কাব্যানন্দ (১১.৬.১৮৭৫ – ১৯২৪) চন্দননগর–হুগলী। বীরেশ্বর। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কৃতী ছাত্র; এমএ, পিআরএস, এম-আরএনএস প্রভৃতি উপাধিপ্রাপ্ত ছিলেন। প্রথমে অধ্যাপক, পরে মহীশূর রাজ্যের দেওয়ান ও শেষে কস্ট্রোলার-জেনারেল পদে কাজ করেন। তার রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ : ‘আহ্নিকম’, ‘উচ্ছাস’, ‘লোকালোক’, ‘লক্ষ্মীরাণী’, ‘পিপাজী’। অন্যান্য রচনা : ‘Solutions of Differential Equations’, ‘Agricultural insurance’, ‘Theory of Thunderstorm’, ‘The Language Problem of India’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« জ্ঞানরঞ্জন সেন
« জ্ঞানরঞ্জন সেন
পরবর্তী:
জ্ঞানশ্ৰীমিত্র »
জ্ঞানশ্ৰীমিত্র »
Leave a Reply