জ্ঞানরঞ্জন সেন (১৮৯০ – ১৯৪৯) জব্বলপুর–মধ্যপ্রদেশ। প্ৰসিদ্ধ ব্যবহারাজীব। ১৯০৬ খ্রী. এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। ১৯১০ খ্রী. প্ৰথম বিভাগে বিএস-সি পাশ করেন। সতীর্থ ছিলেন আচাৰ্য নরেন্দ্র দেব ও স্যার গিরিজাশঙ্কর বাজপেয়ী। ১৯১২ খ্রী. আইন পরীক্ষায় প্ৰথম শ্রেণীতে প্ৰথম স্থান অধিকার করে ১৯১৩ খ্রী. থেকে আইন ব্যবসায় আরম্ভ করেন। ১৯১৯ খ্রী. নাগপুর হাইকোর্টে যোগ দেন। কিছুকাল আইন কলেজে অধ্যাপনা করেন। ১৯৪৩ খ্রী. হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হন। ইংরেজী সাহিত্য ও হিন্দু ধর্মশাস্ত্ৰেও সুপণ্ডিত ছিলেন। মধ্যপ্রদেশে নানা জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« জ্ঞানরঞ্জন বন্দ্যোপাধ্যায়
« জ্ঞানরঞ্জন বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
জ্ঞানশরণ চক্রবর্তী, কাব্যানন্দ »
জ্ঞানশরণ চক্রবর্তী, কাব্যানন্দ »
Leave a Reply