জ্ঞানরঞ্জন বন্দ্যোপাধ্যায় (১৮৬৯ – ১৯৩৮) সোনারটিবরি–হুগলী। রেভারেণ্ড প্ৰসন্নকুমার। সাধারণ্যে জে. আর, ব্যানার্জী নামে পরিচিত। ১৮৮২ খ্রী. শ্ৰীরামপুর কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা, ডাফ কলেজ থেকে এফ-এ, দর্শনশাস্ত্ৰ ও ইংরেজীতে অনার্সসহ বি-এ, এবং ১৮৮৮ খ্রী. দর্শনশাস্ত্ৰে এম-এ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মাত্র ২০ বছর বয়সে ডাফ কলেজে ইংরেজী ও দর্শনশাস্ত্রের অধ্যাপক নিযুক্ত হন। দুবছর পর মেট্রোপলিটান ইনস্টিটিউশনে (বর্তমান বিদ্যাসাগর কলেজ) যোগদান করেন এবং ১৯৩৬ খ্রী. অধ্যক্ষ হিসাবে অবসর-গ্ৰহণ করে রিপন কলেজে ইংরেজী সাহিত্যের অধ্যাপনা করতে থাকেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের সদস্য, বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট এম-এ বিভাগে দর্শনশাস্ত্রের অধ্যাপক এবং ফ্যাকাল্টি অফ আর্টস-এর উীন হয়েছিলেন। বাঙালী খ্ৰীষ্টান সম্প্রদায়ের অন্যতম বিশিষ্ট নেতা ও সুবক্তা ছিলেন।
পূর্ববর্তী:
« জ্ঞানদাস
« জ্ঞানদাস
পরবর্তী:
জ্ঞানরঞ্জন সেন »
জ্ঞানরঞ্জন সেন »
Leave a Reply