জ্ঞানদানন্দিনী দেবী (১২৫৮ – ১৫.৬.১৩৪৮ ব.) মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের মধ্যম পুত্ৰ সত্যেন্দ্রনাথের পত্নী। জীবনের অধিকাংশ সময় স্বামীর কর্মস্থল বোম্বাই প্রদেশে কাটানোর ফলে মারাঠী ও গুজরাটী ভাষায় পারদর্শিনী হন। বাঙলাদেশে স্ত্রীশিক্ষার অনুকুলে ও পর্দাপ্রথার বিরুদ্ধে প্ৰবল আন্দোলন করেন। ১৮৮৫ খ্রী. তাঁর সম্পাদনায় ঠাকুরবাড়ী থেকে ‘বালক’ নামে মহিলা সম্পাদিত প্ৰথম শিশু মাসিক পত্রিকাটি প্রকাশিত হয়।
পূর্ববর্তী:
« জ্ঞানচন্দ্র মজুমদার
« জ্ঞানচন্দ্র মজুমদার
পরবর্তী:
জ্ঞানদাপ্ৰসন্ন মুখোপাধ্যায় »
জ্ঞানদাপ্ৰসন্ন মুখোপাধ্যায় »
Leave a Reply