জ্ঞান চক্ৰবর্তী (১৯০৬ – ১৮.৮.১৯৭৭) সিংপাড়া — বিক্রমপুর, ঢাকা। লব্ধপ্রতিষ্ঠ উকিল যামিনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বি-এ পড়ার সময়েই প্রথমে অনুশীলন দলে, পরে যুগান্তর দলে যোগ দেন। তার অভিন্নহাদয় বান্ধব ছিলেন দুঃসাহসিক জগদীশ চক্রবর্তী। বৈপ্লবিক কার্যকলাপের জন্য ছাত্রাবস্থাতেই আত্মগোপন করতে বাধ্য হন। পরে গ্রেপ্তার হয়ে প্রথমে বক্সা ও পরে দেউলী জেলে আটক থাকেন। জেলে মার্ক্সীয় দর্শনে আকৃষ্ট হন ও কমিউনিস্ট কনসলিডেশনে যোগ দেন। ১৯৩৮ খ্ৰী মুক্তিলাভের পর ঢাকার জোড়পুল লেনে সাথী ও কর্মীদের নিয়ে কমিউন স্থাপন করেন এবং সকলকে যৌথভাবে থাকতে অনুপ্রাণিত করেন। আজীবন এইভাবে সকলের সঙ্গে কষ্ট স্বীকার করে দিনযাপন করেছেন। ঐ জোড়পুল লেন থেকেই নানারকম গণসংগঠন, মহল্লা সম্মেলন, বিড়ি ও বিভিন্ন মজদুর ইউনিয়ন সংগঠিত হয়েছিল। গ্রামের কৃষককমীরাও এখানে এসে পরামর্শ নিত। তাত্ত্বিক ও বাস্তব সমস্যাগত বিষয়গুলি আলোচনায় তিনি তৎপর ছিলেন। সে সময়ে ঢাকায় রেবতী বর্মণের উদ্যোগে মার্ক্সবাদী প্ৰকাশনার কেন্দ্ৰ স্থাপিত হলে নেপাল নাগ, রণেন বসু প্রভৃতির সঙ্গে মার্ক্সবাদী পুস্তকাদি প্রচারের দায়িত্ব নেন। দ্বিতীয় মহাযুদ্ধের শুরুতে তাদের গোপনকেন্দ্র থেকে প্রচারপত্র, পুস্তিকা তিনি ছদ্মবেশে বিলি করতেন। ১৯৪০ খ্ৰী কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হলেও কংগ্ৰেসকমীদের সঙ্গে সাম্রাজ্যবাদবিরোধী ঐক্যের দাবিতে কংগ্রেসকর্মী সম্মেলন করেন। এই উপলক্ষে ১৪৪ ধারা ভঙ্গ করাতে গ্রেপ্তার হন। মুক্তি পাবার পর আত্মগোপন করে পার্টির রাজনৈতিক কাজকর্ম শুরু করেন। ১৯৪৩ – ৪৭ খ্রী. ঢাকা জেলার কমিউনিস্ট পার্টির সম্পাদক থাকাকালে প্রগতিশীল তরুণ মুসলিম কর্মী, বুদ্ধিজীবী, ছাত্র ও উকিলদের মধ্যে কমিউনিজমের আদর্শ প্রচার করার কাজে তাঁর বিশেষ ভূমিকা ছিল। তাঁর সময়েই জেলার কৃষক সভার প্রসার ঘটে। ১৯৪৮ খ্ৰী. কমিউনিস্ট পার্টি বেআইনী ঘোষিত হলে দু’বার কারারুদ্ধ হন। ১৯৫৬ খ্রী. মুক্তি পেয়ে পুরানো সদরঘাটের বাসাকেই কর্মকেন্দ্র করে তোলেন। ১৯৫৭ খ্রী. তার উপর পুলিসী হামলা হয়। ১৯৫৮ খ্ৰী আয়ুব খানের সামরিক শাসনে তাকে নিয়ে ২০ জন কমিউনিস্ট নেতার উপর গ্রেপ্তারী পরোয়ানা জারী হয়। ১৯৭১ খ্রী. বাংলাদেশের মুক্তিযুদ্ধ শুরু হলে ঢাকায় আত্মগোপন কেন্দ্র থেকে বার হয়ে মুক্তিযোদ্ধাদের একটি শিবির পরিচালনার ভার নেন। ১৯৭৫ খ্রী মুজিবর রহমানের হত্যার পর সামরিক শাসন জারী হলে পুনরায় আত্মগোপন করেন। গ্রামাঞ্চলে কাজ করার সময়ে টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে কলিকাতার হাসপাতালে আসেন ও এখানে মারা যান। তার রচিত গ্রন্থঃ ‘অমর লেনিন’, ‘ঢাকা জিলার কমিউনিস্ট ইতিহাস’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« জোসেফ নস্কর
« জোসেফ নস্কর
পরবর্তী:
জ্ঞানচন্দ্র ঘোষ »
জ্ঞানচন্দ্র ঘোষ »
Leave a Reply