জোসেফ নস্কর (১৯১০ – ১৪.৯.১৯৭৫)। বিশিষ্ট সঙ্গীতশিল্পী এবং পাশ্চাত্য ক্লাসিক্যাল সঙ্গীতের শিক্ষক ছিলেন। ডা. সন্দ্রের তত্ত্বাবধানে তার শিক্ষা পরিপূর্ণতা লাভ করে। ১৯৩৩ খ্রী. লন্ডনের রয়্যাল কলেজ অফ মিউজিক থেকে লাইসেনসিয়েট মিউজিক পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হন। এরপর ক্যালকাটা সিমফ্যানি অর্কেস্ট্রায় তিনি প্ৰথমে দ্বিতীয় বেহালাবাদক ও পরে প্ৰথম বেহালাবাদক হিসাবে নিয়মিত বাজাতেন। নিউ থিয়েটার স্টুডিওতে কাজ করেছেন। ১৯৪২ খ্রী ও ১৯৪৯ খ্রী তিনি সাদার্ন স্কুল অফ মিউজিক প্রতিষ্ঠিত ক্যালকাটা সিমফ্যানি অর্কেস্ট্রা পরিচালনা করেন। বেহালা ছাড়া অন্য অনেক রকম বাদ্যযন্ত্রও ভাল বাজাতেন এবং ছাত্রদেরও শিক্ষা দিতেন। কম্পোজার হিসাবেও তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন।
পূর্ববর্তী:
« জীমূতবাহন
« জীমূতবাহন
পরবর্তী:
জ্ঞান চক্ৰবর্তী »
জ্ঞান চক্ৰবর্তী »
Leave a Reply