জীবানন্দ বিদ্যাসাগর, ভট্টাচাৰ্য (১৮৪৪ – ১৯১০) অম্বিকা-কালনা-বর্ধমান। সংস্কৃত কলেজের অধ্যাপক তারানাথ তর্কবাচস্পতি। ১৮৭০ খ্ৰী. সংস্কৃত কলেজ থেকে বি.এ. পাশ করে ‘বিদ্যাসাগর’ উপাধিপ্ৰাপ্ত হন। পাঠ্যাবস্থা থেকেই পিতার অনুবর্তন করে সংস্কৃত গ্ৰন্থ প্রকাশন ব্যবসায়ে লিপ্ত থাকেন এবং নিজকৃত টীকা সহ ১০৭টি ও বিনা টীকায় সম্পাদন করে ১০৮টি গ্রন্থ মুদ্রিত করেন। রচিত উল্লেখযোগ্য গ্রন্থাবলী : পৈশাচী প্রাকৃতে রচিত সোমদেবের ‘কথাসরিৎসাগর’ (সরল সংস্কৃত গদ্যানুবাদ), ‘বেতালপঞ্চবিংশতি’, ‘কাদম্বরীকথাসার’, ‘সংক্ষিপ্ত হর্ষচরিত’, ‘শব্দরূপাদর্শ, ‘তর্কসংগ্ৰহ’ (ইংরেজী অনুবাদ), ‘সংক্ষিপ্ত দশকুমারচরিত’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« জীবনানন্দ দাশ
« জীবনানন্দ দাশ
পরবর্তী:
জীমূতবাহন »
জীমূতবাহন »
Leave a Reply