জীবন ঘোষাল (১)। ১৮শ শতাব্দীর মধ্যভাগে রচিত দিনাজপুরের জনপ্রিয় ‘মনসামঙ্গল’ পুঁথির লেখক।
জীবন ঘোষাল (২) (২৬.৬.১৯১২ – ১.৯.১৯৩০) সদরঘাট-চট্টগ্রাম। যশোদা। প্রকৃত নাম মাখনলাল। ছাত্রাবস্থায় চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণে অংশগ্রহণ করেন। পরে নোয়াখালির ফেনি রেল স্টেশনে ধরা পড়ে পুলিস হাজত থেকে পালিয়ে গিয়ে আত্মগোপন করেন। কলিকাতার পুলিস কমিশনার টেগার্ট সাহেব-পরিচালিত পুলিস বাহিনীর সঙ্গে চন্দননগরে এক সশস্ত্ৰ সংঘর্ষে আহত হয়ে মারা যান।
Leave a Reply