জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় (১৮৮১ – ১৯৪০) বীরভূম। খ্যাতনামা ইংরেজীর অধ্যাপক। জে.এল. ব্যানার্জী নামে ছাত্রমহলে ও রাজনীতিক্ষেত্রে সমধিক পরিচিত। প্রেসিডেন্সী কলেজ থেকে ১৯০২ খ্রী. ইংরেজীতে প্ৰথম শ্রেণীতে প্ৰথম হয়ে এম.এ. পাশ করেন। ইংরেজীর অধ্যাপক হিসাবে তৎকালীন যুগে তার খ্যাতি প্ৰায় প্রবাদতুল্য ছিল। রাজনৈতিক ক্ষেত্রে স্যার সুরেন্দ্রনাথের অনুগামী ছিলেন। একসময় তৎকালীন বঙ্গীয় ব্যবস্থাপক সভার সদস্য হন। ১৯২৪ খ্ৰী. কুঞ্জলাল নাগের স্থলাভিষিক্ত হয়ে বিদ্যাসাগর কলেজে যোগ দিতে জেল থেকে ছাড়া পেয়েই সোজা কলেজে আসেন। ইংরেজী পাঠ্যপুস্তকের অর্থ বই লিখে প্রচুর খ্যাতি অর্জন করেন।
পূর্ববর্তী:
« জিতেন্দ্রমোহন সেন
« জিতেন্দ্রমোহন সেন
পরবর্তী:
জিতেন্দ্ৰনাথ ভট্টাচাৰ্য »
জিতেন্দ্ৰনাথ ভট্টাচাৰ্য »
Leave a Reply