জিতেন্দ্ৰপ্ৰসাদ নিয়োগী (১৮৯৩ – ডিসে ১৯৬৮) ময়মনসিংহ। রজনীপ্ৰসাদ। লব্ধপ্ৰতিষ্ঠ অধ্যাপক ও অর্থনীতিবিদ। প্রেসিডেন্সী কলেজ থেকে প্রথম শ্রেণীতে অনার্স সহ বি.এ. (১৯১১) ও প্রথম শ্রেণীতে প্ৰথম হয়ে এমএ পাশ করে (১৯১৩) স্বর্ণপদক লাভ করেন। ১৯১৫ খ্ৰী. বি.এল. পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। কর্মজীবন শুরু ১৯১৭ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের লেকচারার হিসাবে। ১৯২৮ খ্রী. লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট উপাধি পান। ১৯৩৫ খ্ৰী. মিন্টো প্রফেসর নিযুক্ত হন। ১৯৫৮ খ্রী. অবসর গ্রহণের পর এমিরিটাস প্রফেসর পদে বৃত হন। অধ্যাপনা-কালে আর্টস বিভাগের পোস্টগ্রাজুয়েট সভার সভাপতি, আর্টস ফ্যাকালটির ডীন এবং ১৯৪০ খ্রী. থেকে ইন্ডিয়ান ইকনমিক অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। রচিত গ্রন্থঃ ‘The Evolution of Indian income Tax’, ‘The Co-operative Movement in Bengal’ প্রভৃতি। তা ছাড়া অনেক প্রবন্ধও লিখেছেন। তিনি তার বাড়ীঘর সম্পত্তি কলিকাতা বিশ্ববিদ্যালয়কে দান করে যান।
পূর্ববর্তী:
« জিতেন্দ্ৰনাথ ভট্টাচাৰ্য
« জিতেন্দ্ৰনাথ ভট্টাচাৰ্য
পরবর্তী:
জিতেশচন্দ্ৰ লাহিড়ী »
জিতেশচন্দ্ৰ লাহিড়ী »
Leave a Reply