জিতেন্দ্রনাথ বসু (১৮৯৫ – ৪.২.১৯৭৮) নবগ্রাম-বর্ধমান। খ্যাতনামা কস্ট অ্যাকাউনটেন্ট ও ভারতে কস্ট অ্যাকাউনটেন্সির পথিকৃৎ। কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাশ করে লন্ডনের ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ওয়ার্কস অ্যাকাউন্টেন্সির শেষ পরীক্ষায় উত্তীর্ণ হন। ভারতবর্ষে এই সংস্থার সভাপতি ও তার কাউন্সিলের অন্যতম প্ৰতিষ্ঠাতাসম্পাদক এবং ব্রিটিশ অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সির সিনিয়র ফেলো ছিলেন। ১৯৫০ খ্রী. কর্মজীবন থেকে অবসর নেওয়ার পরও দামোদর ভ্যালি করপোরেশনের কস্টিং প্রথা স্থিরীকরণের ব্যাপারে সাহায্য করেন।
পূর্ববর্তী:
« জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
« জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
জিতেন্দ্রনাথ লাহিড়ী »
জিতেন্দ্রনাথ লাহিড়ী »
Leave a Reply