জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (১) (১৮৬০ – ১৯৩৫) কলিকাতা। দুর্গাচরণ। রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথের ভ্রাতা। বাল্যকাল থেকে শরীরচর্চা, জিমনস্টিক ও কুস্তিতে উৎসাহী ছিলেন। বিখ্যাত কুস্তিগীর অম্বিকাচরণ গুহের কাছে কুস্তি শিক্ষা করেন। আইন পড়ার জন্য ইংল্যান্ড যান ও ব্যারিস্টার হয়ে তিনি কলিকাতা হাইকোর্টে ব্যবসায় শুরু করেন। কিছুদিন রিপন কলেজে আইনের অধ্যাপক ছিলেন। ইংল্যান্ডে থাকাকালে বিশেষ শক্তিমান ব্যক্তি বলে খ্যাতিলাভ করেন এবং ঐ সময়েই তিনি পশ্চিমী পদ্ধতিতে মুষ্টিযুদ্ধ-বিদ্যা আয়ত্ত করেন। ১৯০৬ খ্ৰী. প্রেসিডেন্সী ব্যাটেলিয়নে সর্বনিম্ন স্তরে ভর্তি হয়ে ১৯১৫ খ্রী. ক্যাপ্টেন হন। ১৯১২ খ্রী. দরবার মেডেল এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় সাহায্য করার জন্য ভলান্টিয়ার লং সার্ভিস মেডেল ও ‘ওয়ার ব্যাজ’ পান। ১৯২৭ খ্রী. ব্যায়ামচৰ্চার প্রসারকল্পে তিনি ‘অল বেঙ্গল ফিজিক্যাল কালচার অ্যাসোসিয়েশন’ প্ৰতিষ্ঠা করেন। ১৯৩৪ খ্রী. এই সংস্থার একটি ন্যাস সম্পাদনা করে ১ লক্ষ ২৫ হাজার টাকা দান করেন। রিপন কলেজের পরিচালক সমিতির আজীবন সদস্য এবং অগ্ৰজ সুরেন্দ্রনাথের মৃত্যুর পর এর সভাপতিপদে নিযুক্ত হয়েছিলেন।
জিতেন্দ্ৰনাথ বন্দ্যোপাধ্যায় (২) (১৬.৮.১৮৯৫ – ১২.৫.১৯৬৬) শিখিরা-হুগলী। উত্তরপ্রদেশের মীরাটে জন্ম। মুদ্রাতত্ত্ব, মূর্তিতত্ত্ব, ধর্মতত্ত্ব ও প্রাচীন ইতিহাস বিষয়ে বিশেষজ্ঞ। ১৯১৬ খ্রী. কলিকাতায় স্কটিশ চার্চ কলেজ থেকে ইতিহাসে প্ৰথম শ্রেণীতে বি-এ, এবং ১৯১৮ খ্রী. ইতিহাসে প্রথম শ্রেণীতে এম.এ. পাশ করে ঐ বছরই কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রাচীন ভারতীয় ইতিহাস ও সংস্কৃতি বিভাগে অধ্যাপকরূপে যোগদান করেন। ১৯৪২ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পি-এইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৫২ খ্রী. ‘কারমাইকেল প্রফেসর’ মনোনীত হন। ১৯৫৮ খ্রী ‘Dean of the Faculty of Arts’ এবং ‘University College of Arts’-as সহ-সভাপতি নির্বাচিত হন। ১৯৫৯ খ্রী. অবসর গ্রহণ করেন। রচিত গ্ৰন্থ : ‘Development of Hindu iconography’, ‘Pauranic and Tantric Religion’, ‘History of Bengal’, ‘History and Culture of the Indian People’, ‘Comprehensive History of India’ প্রভৃতি। বাংলা ভাষায় রচিত তাঁর ‘পঞ্চোপাসনা’ গ্ৰন্থটি রবীন্দ্র পুরস্কার লাভ করে। তিনি বিভিন্ন ঐতিহাসিক সংস্থার সঙ্গে সংযুক্ত ছিলেন এবং বহু সংস্থা কর্তৃক সম্মানিত হন। ১৯৫৪-৫৫ খ্রী. এশিয়াটিক সোসাইটির ইতিহাস ও পুরাতত্ত্ব বিভাগের সম্পাদক এবং ১৯৫৬-৫৯ খ্রী. তার সাধারণ সম্পাদকরূপে কাৰ্যভার পরিচালনা করেন।
Leave a Reply