জিতেন্দ্রনাথ চক্রবর্তী (১৮৮৬ – ১৬.৫.১৯৭৩) রংপুর-পূর্ববঙ্গ। পিতা সতীশচন্দ্র মজঃফরপুর বোমার মামলায় ক্ষুদিরামের পক্ষে মামলা পরিচালনা করেন। রংপুরের কংগ্রেস নেতা ও প্রবীণ ব্যবহারজীবী জিতেন্দ্রনাথও রাজনৈতিক কর্মীদের সমর্থনে বিনা পারিশ্রমিকে মামলা লড়তেন। ১৯৫৮ খ্রী. অবসর-গ্রহণের সময় পর্যন্ত তিনি পূর্ব-পাকিস্তান জেলে আটক রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি নিয়ে সংগ্রাম করেছেন। বহুদিন রংপুর জেলা কংগ্রেসের সম্পাদক ও পরে সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« জিতেন্দ্রনাথ কুশারী
« জিতেন্দ্রনাথ কুশারী
পরবর্তী:
জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় »
জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply