জালালউদ্দিন মোহাম্মদ শাহ (? – ১৪৩৩)। গৌড়েশ্বর গণেশ। পূর্বনাম যদু। ইসলামধর্ম গ্ৰহণ করে পিতার বিরোধী পক্ষ জৌনপুররাজ ইব্রাহিম সজর্কীর সহায়তায় গৌড়ের সিংহাসনে বসে (১৪১৫) বাঙলায় ইসলামের প্রাধান্য প্রতিষ্ঠা করেন। তার সভায় আগত চৈনিক দূতেরা সংবর্ধিত হয়েছেন। গণেশ ক্ষমতা পুনরুদ্ধার করে পুত্ৰ জালালুদ্দীনের ‘শুদ্ধি’ করান। পিতার মৃত্যুর পর ভ্ৰাতা মহেন্দ্ৰদেবকে অপসারিত করে জালালুদ্দিন দ্বিতীয়বার সুলতান হন (১৪১৮)। হিন্দুদের উপর কিছু অত্যাচার করলেও তিনি রায় রাজ্যধর নামে জনৈক হিন্দুকে সেনাধিপত্য দিয়েছিলেন এবং সংস্কৃত পণ্ডিত বৃহস্পতি মিশ্রকে সমাদর দেখিয়েছিলেন। রাজা গণেশ কর্তৃক বিধবস্ত মসজিদগুলির পুনরুদ্ধার, মক্কায় কয়েকটি ভবন ও একটি মাদ্রাসা নির্মাণ, মিশরের রাজা ও খলিফার কাছে উপহার পাঠিয়ে খলিফার ‘অনুমোদন’ সংগ্ৰহ তার কয়েকটি বিশেষ কীর্তি। তিনি ‘খলীফাৎ আল্লাহ’ উপাধি গ্রহণ করেন এবং মুদ্রায় কলমা খোদাই করান।
পূর্ববর্তী:
« জালাল উদ্দীন তাবরেজী
« জালাল উদ্দীন তাবরেজী
পরবর্তী:
জাহিদ হাসান »
জাহিদ হাসান »
Leave a Reply