জামর (১৭৬২? – ?) ফরাসী বিপ্লবের ইতিহাসে একজন বাঙালী যুবকের (জামর) নাম পাওয়া যায়।। ৬ ডিসেম্বর ১৭৯৩ খ্রী বিপ্লবিগণ পঞ্চদশ লুইয়ের উপপত্নী মাদাম দুবারীর বিচার শুরু করলে জামর অন্যতম প্রধান সাক্ষী হন। তার সাক্ষ্য থেকেই জানা যায় তিনি বাঙালী ছিলেন। ১৭৭০ খ্রী. ফরাসী বণিকরা তাকে ক্রীতদাস হিসাবে ফ্রান্সে চালান দেয় এবং সেখানেই ১০ বছর বয়স থেকে দুবারীর গোলামি শুরু করেন। পরে ঐ দেশে বিপ্লব শুরু হলে বিপ্লবী দলে যোগ দিয়ে বিপ্লবী গ্ৰীভের সঙ্গে পরিচিত হন। এই অপরাধে তার কর্মচ্যুতি ঘটে। সাক্ষ্যদানকালে বিপ্লবীদের বিরুদ্ধে মাদাম দুবারীর ষড়যন্ত্রের কথা প্ৰকাশ করলে দুবারীর মৃত্যুদণ্ড হয়। অভিজাত গৃহে লালিত বলে জামরকেও কারাদণ্ড দেওয়া হয়। ছ’ সপ্তাহ পরে বন্ধুদের সহায়তায় মুক্তি পান। এরপর দীর্ঘদিন তাকে আর দেখা যায় নি। অষ্টাদশ লুইয়ের সময়ে জানা যায় প্যারীর এক দরিদ্র পল্লীতে তিনি শিক্ষকতা করতেন। মৃত্যুর পর তার ঘরে বিপ্লবী মারাট, রাবসপিয়ার প্রভৃতির ছবি পাওয়া যায়। এই খর্বাকৃতি ব্যক্তিটির বাঙালী নাম পাওয়া যায় না। বিপ্লবের ইতিহাসে তিনি ‘লুই বেনেডিট জামর’ নামেই পরিচিত।
পূর্ববর্তী:
« জাফর খান আজী
« জাফর খান আজী
পরবর্তী:
জালাল উদ্দীন তাবরেজী »
জালাল উদ্দীন তাবরেজী »
Leave a Reply