জানকীরাম রায় (? – ১৭৫২) আদি নিবাস বাগাটি-হুগলী। কৃষ্ণবল্লভ সোম। দক্ষিণরাঢ়ীয় কায়স্থ। আলীবর্দী পাটনার নাজিম হলে তিনি প্রথমে দেওয়ান-ই-তন ও পরে প্রধান যুদ্ধসচিব হন এবং ১৭৪০ খ্রী. আলীবর্দী খাঁ সরফরাজকে পরাস্ত করে বঙ্গের নবাব হলে প্রধান সেনাপতিপদ লাভ করেন। প্রকৃতপক্ষে তিনিই আলীবর্দীর প্রধানমন্ত্রী ছিলেন। ১৭৪১ খ্রী. তিনি ‘রাজা’ উপাধি লাভ করে বিহারের নায়েব সুবেদার নিযুক্ত হন। পরবর্তী কালে দিল্লীর সম্রাটের কাছ থেকে ‘মহারাজা’ উপাধি পান। তার পুত্র দুর্লভরাম পলাশীর যুদ্ধে সিরাজদ্দৌলার সেনাপতি থেকে ক্লাইভকে সাহায্য করেন। সেই কারণে ইস্ট ইন্ডিয়া কোম্পানী ১৭৬৮ খ্রী. তাকে বাৎসরিক ২ লক্ষ টাকা বেতন দেন এবং ক্লাইভের সহায়তায় মহারাজা উপাধি পান। তার পুত্র রাজা রাজবল্লভ মীরজাফরের ‘হুজুর নবীশ’ বা মুখ্য সচিব ছিলেন। মীরজাফর সন্দেহক্রমে দুর্লভরামকে হত্যার ষড়যন্ত্র করলে ক্লাইভের সহায়তায় ১৭৫৮ খ্রী. তিনি ও রাজবল্লভ মুর্শিদাবাদ থেকে কলিকাতায় পালিয়ে এসে বাগবাজার অঞ্চলে প্ৰাসাদ নির্মাণ করে বসবাস শুরু করেন।
পূর্ববর্তী:
« জানকীনাথ শাস্ত্রী
« জানকীনাথ শাস্ত্রী
পরবর্তী:
জানকুপাথর »
জানকুপাথর »
Leave a Reply