জানকীনাথ ভট্টাচাৰ্য, চূড়ামণি (১৫শ শতাব্দী) নবদ্বীপ। রঘুনাথ শিরোমণির সমকালীন মণিটীকাকার। তার ‘ন্যায়সিদ্ধান্তমঞ্জরী’-গ্ৰন্থ ভারতের সর্বত্র প্রচারলাভ করলেও বাঙলা দেশে তার প্রচার বিরল ছিল। কাশী প্রভৃতি সমাজে নব্যন্যায়ের অধ্যাপনা, বিশেষ করে প্ৰত্যক্ষখণ্ডে, এই গ্ৰন্থ দিয়েই আরম্ভ হত এবং তার উপর বহু টীকা রচিত হয়ে পৃথক এক সম্প্রদায় গড়ে উঠেছিল। তাঁর দ্বিতীয় আবিষ্কৃত গ্ৰন্থ ‘আন্বীক্ষিকীতত্ত্ববিবরণ’। তার রচিত ‘মণিমরীচি’ ও ‘আত্মতত্ত্বদীপিকা’ নামক গ্ৰন্থ এবং ‘তাৎপর্যন্দীপিকা’ নামক টীকার উল্লেখ পাওয়া যায়। উদ্ধৃতি থেকে অনুমান হয়, তিনি উদয়নাচার্যের অনুকরণে প্রকরণ লিখে বৌদ্ধমত খণ্ডন করেছিলেন। তার পুত্ৰ রাঘব পঞ্চাননের রচিত একটি মাত্ৰ গ্ৰন্থ—‘আত্মতত্ত্বপ্ৰবোধ’ আবিষ্কৃত হয়েছে।
পূর্ববর্তী:
« জানকীনাথ ভট্টাচাৰ্য
« জানকীনাথ ভট্টাচাৰ্য
পরবর্তী:
জানকীনাথ শাস্ত্রী »
জানকীনাথ শাস্ত্রী »
Leave a Reply