জানকীনাথ ভট্টাচাৰ্য (২৩.৫.১৮৬৫ – ২৮.১২.১৯২১)। আদি নিবাস নারিকেলবেড়-চব্বিশ পরগনা। কলিকাতা সংস্কৃত কলেজের অধ্যাপক চন্দ্রমোহন। ১৮৮১ খ্রী. এন্ট্রান্স পরীক্ষায় হিন্দু স্কুল থেকে তিনি ও মুর্শিদাবাদে জেলার কান্দী হাই স্কুল থেকে রামেন্দ্রসুন্দর ত্ৰিবেদী যুগ্মভাবে শীর্ষস্থান অধিকার করেন।
১৮৮৩ খ্রী. এফ.এ. পরীক্ষায় প্রথম হন। ঐ বছরেই প্রতিষ্ঠিত সিটি কলেজে তিনি ইংরেজী, সংস্কৃত ও দর্শন-বিষয়ে অনার্স নিয়ে ভর্তি হন। এই সময় তিনি শিক্ষকরূপে আচাৰ্য ব্ৰজেন্দ্ৰনাথ শীল ও অধ্যাপক হেরম্বচন্দ্র মৈত্রের সংস্পর্শে আসেন।
১৮৮৫ খ্ৰী. বি.এ. পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করায় রাধাকান্ত স্বর্ণপদক ও মাসিক ৫০ টাকা ভিজিয়ানাগ্রাম বৃত্তি পান। সংস্কৃত-সাহিত্যে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অধিকার করে এমএ পাশ করেন ও পরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রথম হয়ে প্রেমচাঁদ-রায়চাঁদ বৃত্তি লাভ করেন।
১৮৯৮ খ্ৰী আইনের চূড়ান্ত পরীক্ষায়ও তিনি শীর্ষস্থান অধিকার করেন। বিভিন্ন কলেজে কিছুকাল ইংরেজীর অধ্যাপনা করলেও রিপন কলেজের (বর্তমানে সুরেন্দ্রনাথ কলেজ) অধ্যাপক হিসাবেই তার সমধিক খ্যাতি। সেকালের কলিকাতার শ্রেষ্ঠ ছাত্ররা তার ইংরেজীসাহিত্যের ক্লাশ ও হিন্দু আইন সম্পর্কিত ক্লাশে লেকচার শুনতে যেত। তিনি ক্লাশে সংস্কৃত-সাহিত্য ও ইংরেজী-সাহিত্য থেকে অনুরূপ উক্তির উদ্ধৃতি প্রায়শই দিতেন। অনেক চলতি প্ৰবচন ও ঘরোয়া গল্প বলেও সেক্সপীয়রের সাহিত্যরস পরিবেশন করতেন।
১৯০৯ খ্রী. রিপন ল কলেজের অধ্যক্ষ নিযুক্ত হন। রামেন্দ্রসুন্দর ত্ৰিবেদীর মৃত্যুর পর ১৯১৯ খ্রী তিনি রিপন আর্টস কলেজেরও অধ্যক্ষ-পদে বৃত হন। সেকালের চলতি কথায় রিপন কলেজকে ‘রাম-জানকী’ কলেজ বলা হত। তাঁর মৌলিক রচনা কিছু নেই বললেই চলে।
Leave a Reply