জ্ঞানদাপ্ৰসন্ন মুখোপাধ্যায় (১৮৬৪ – ১৯১৮) গোবরডাঙ্গা– চব্বিশ পরগনা। ভূমধ্যকারী জ্ঞানদাপ্রসন্ন বাঙলার মুষ্টিমেয় সুরবাহার-বাদকদের অন্যতম এবং সুরবাহার-যন্ত্রের প্রথম বাদক গোলাম মহম্মদ ও তার পুত্ৰ সাজাদ মহম্মদের ঘরানা শিষ্য ছিলেন। ওস্তাদ মহম্মদ খাঁর কাছেও দীর্ঘকাল রাগালাপ শেখেন। দক্ষ ও সাহসী শিকারী হিসাবেও তার খ্যাতি ছিল।
পূর্ববর্তী:
« জ্ঞানদানন্দিনী দেবী
« জ্ঞানদানন্দিনী দেবী
পরবর্তী:
জ্ঞানদাস »
জ্ঞানদাস »
Leave a Reply