জানকীনাথ দত্ত (১৮৫৬ – ?) ঘি-কমলাগ্রাম–ফরিদপুর। এফ.এ পর্যন্ত পড়ে নানা দুর্বিপাকে পড়া ছাড়েন। গোয়ালিয়রের রাজকর্মচারী শ্বশুরের সহায়তায় আগ্রা ও লক্ষ্ণৌ শহরে পড়াশুনা করে ১৮৯৪ খ্রী. বি-এ, পাশ করেন এবং গোয়ালিয়র স্কুলের শিক্ষক নিযুক্ত হন। ৩০ বছর শিক্ষাবিভাগে নিযুক্ত থেকে ঐ বিভাগের যথেষ্ট উন্নতি করেন। তারই চেষ্টায় গোয়ালিয়র রাজকলেজ প্রতিষ্ঠিত হয়। গোয়ালিয়র পৌরসভার সদস্য ও পরে সভাপতি ছিলেন। ১৯১১ খ্রী. লোকগণনাকার্যে নিপুণতা দেখিয়ে গোয়ালিয়র ও ভারত সরকার কর্তৃক প্রশংসিত হন। ঐ বছর গোয়ালিয়রে দুরন্ত মহামারী প্লেগের প্ৰাদুভাব-রোধে তার তৎপরতা উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« জহুরী শাহ
« জহুরী শাহ
পরবর্তী:
জানকীনাথ ভট্টাচাৰ্য »
জানকীনাথ ভট্টাচাৰ্য »
Leave a Reply