জহর রায় (১৯.৯.১৯১৯ – ১.৮.১৯৭৭) বরিশাল। বাঙলার চিত্র ও নাট্য জগতের খ্যাতনামা কৌতুকাভিনেতা। পিতা সতু রায়ও (১৮৯৫ – ৪-১১-১৯৭৭) অভিনেতা হিসাবে রঙ্গমঞ্চ ও চিত্ৰজগতের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৩৮ খ্ৰী. নারকেলডাঙ্গা জর্জ হাই স্কুল থেকে ম্যাট্রিক পাশ করেন। পাটনা থেকে আই.এ. পাশ করে সেখানের বিশ্ববিদ্যালয়ে প্রুফ-রিডিং-এর কাজ করেন। পরে সেখানে একটি দর্জির দোকানও করেছিলেন। এ-সব কাজের ফাঁকে ফাঁকে অভিনয়চর্চা চালিয়ে যান। ১৯৪৬. শ্ৰী কলিকাতায় এসে অর্ধেন্দু মুখার্জীর পরিচালিত ‘পূর্বরাগ’ চিত্রে অবতীর্ণ হন। চিত্রে তার প্রথম বড় ভূমিকা বিমল রায়ের ‘অঞ্জনগড়’ ছবিতে। ১৯৫৩ খ্রী. রঙমহল নাট্যমঞ্চে নিয়মিত শিল্পী হিসাবে যোগ দেন। পরে সাবিত্রী দেবী ও তার পরিচালিত শিল্পীগোষ্ঠীর পক্ষে ঐ মঞ্চ ভাড়া নিয়ে তিনি নাটক-নিদের্শনা শুরু করেন। এককভাবে এবং অজিত চ্যাটার্জীর সঙ্গে মিলে অনেক কৌতুক রেকর্ড করেছেন।
পূর্ববর্তী:
« জহর গঙ্গোপাধ্যায়
« জহর গঙ্গোপাধ্যায়
পরবর্তী:
জহির রায়হান »
জহির রায়হান »
Leave a Reply