জহর গঙ্গোপাধ্যায় (১৯০৩ – ৭.৬.১৯৬৯) সেতুপুর-চব্বিশ পরগনা। প্রখ্যাত মঞ্চ ও চলচ্চিত্রাভিনেতা। সুকষ্ঠের অধিকারী এই গায়ক-অভিনেতা বিভিন্ন রঙ্গমঞ্চে প্ৰায় শতাধিক নাটকে অভিনয় করেছেন। অভিনীত উল্লেখযোগ্য নাটকাবলী : ‘দুই পুরুষ’, ‘মানময়ী গার্লস স্কুল’, ‘পতের দাবী’, ‘এন্টনি কবিয়াল’ প্রভৃতি। প্রায় ৩০০টি ছায়াছবিতে অংশগ্রহণ করেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য : ‘মানময়ী গার্লস স্কুল’, ‘কণ্ঠহার’, ‘নন্দিনী’, ‘শহর থেকে দূরে’, ‘অভয়া ও শ্ৰীকান্ত’, ‘সাহেব বিবি গোলাম’, ‘চিড়িয়াখানা’ প্রভৃতি। কলিকাতার মোহনবাগান ক্লাবের সঙ্গে তাঁর সক্রিয় সম্পর্ক ছিল।
পূর্ববর্তী:
« জসীমউদ্দীন
« জসীমউদ্দীন
পরবর্তী:
জহর রায় »
জহর রায় »
Leave a Reply