জলেশ্বর বাহিনীপতি মহাপাত্র ভট্টাচাৰ্য। নবদ্বীপ। বাসুদেব সার্বভৌম ভট্টাচাৰ্য। এই মহানৈয়ায়িকের রচিত ‘শব্দালোকোদ্যোতঃ’ গ্ৰন্থমধ্যে বিভিন্ন পুস্তকের উল্লেখ ব্যতীত স্বরচিত মীমাংসাশাস্ত্রীয় একটি গ্রন্থের এবং ‘দ্রব্যপ্রকাশটিপ্পনী’র নাম আছে। ‘আলোকে’র বাঙ্গালী টীকাকারদের মধ্যে তিনি অন্যতম প্ৰাচীন। তার পক্ষে পক্ষধর মিশ্রের গ্রন্থের টিপ্পনী রচনা করার প্রয়াস ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনা।
পূর্ববর্তী:
« জলধর সেন
« জলধর সেন
পরবর্তী:
জসীম উদ্দিন মন্ডল »
জসীম উদ্দিন মন্ডল »
Leave a Reply