জয়রাম ন্যায়পঞ্চানন (১৮শ শতাব্দী)। রামভদ্র সার্বভেীমের শিষ্য। খ্যাতনামা নৈয়ায়িক পণ্ডিত ছিলেন। তাঁর প্রসিদ্ধ গ্ৰন্থ ‘ন্যায়সিদ্ধান্তমালা’ সম্ভবত ১৭৯৩ খ্ৰী. রচিত হয়। রচিত ৯খানি গ্রন্থের মধ্যে ‘তত্ত্বচিন্তামণিদীধিতিগুঢ়াৰ্থবিদ্যোতন’ সর্বশ্রেষ্ঠ। কাশীতে, লন্ডনে এবং অন্যত্র তার পুঁথি আছে। কাশীতে অধ্যাপনাকালে ‘জগদগুরু’ আখ্যা লাভ করেন।
Leave a Reply