জয়ন্তনাথ চৌধুরী, জেনারেল (১৯০৮ – ৬.৪.১৯৮৩) কলিকাতা। পিতা অমিয়নাথ প্রমথ চৌধুরী (বীরবল)-র অনুজ। ভারতীয় সেনাবাহিনীর খ্যাতনামা ব্যক্তি। সেন্ট জেভিয়ার্স কলেজের শিক্ষা-শেষে ইংলেণ্ডে স্যাণ্ডহাস্টের রয়াল মিলিটারী কলেজে সামরিক শিক্ষা লাভ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিভিন্ন রণাঙ্গনের যুদ্ধে সামরিক নেতৃত্বের জন্য বিশেষ খ্যাতি অর্জন করেন। ১৯৪৬ খ্রী. ব্রিগেডিয়ায়-ইন-চার্জ রূপে মালয় কমাণ্ডে প্রশাসন দপ্তরের কাজে নিযুক্ত ছিলেন। দেশ স্বাধীন হবার পর দেশে ফিরে ১৯৪৮ খ্রী. মেজর জেনারেল পদে উন্নীত হন। হায়দরাবাদের নিজামের রাজত্বের আবাসনকল্পে ভারতীয় অভিযানের নেতৃত্ব দেন এবং হাদরাবাদ অধিকারের পর সেখানকার সামরিক গভর্নর নিযুক্ত হন। স্থলবাহিনীর অধিনায়ক হিসাবে ১৯৬৫ খ্রী. পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধে সফল নেতৃত্ব দেন। বিনা রক্তপাতে পর্তুগীজদের কাছ থেকে গোয়া দমন দিউকে ভারতে অন্তর্ভুক্ত করার কাজে তার যথেষ্ট অবদান আছে। সেনাবাহিনী থেকে অবসরগ্রহণ করে ১৯৬৬-৬৭ খ্ৰী কানাডায় ভারতীয় হাই কমিশনার পদে নিযুক্ত ছিলেন। উন্নয়নশীল দেশে সশস্ত্রবাহিনী ও সরকারের সম্পর্ক নিয়ে দুই খণ্ডে বই লিখেছেন। ‘পদ্মবিভুষণ’ উপাধিতে ভূষিত ছিলেন। প্রথম কংগ্রেস সভাপতি ডবলু, সি ব্যানার্জী তার মাতামহ।
পূর্ববর্তী:
« জয়নাল আবেদিন
« জয়নাল আবেদিন
পরবর্তী:
জয়ন্তী দেবী »
জয়ন্তী দেবী »
Leave a Reply