জয়নাল আবেদিন (১৯১৭ – ২৮.৫.১৯৭৬) কিশোরগঞ্জ-ময়মনসিংহ। ‘১৯৪৩ বাংলা দুৰ্ভিক্ষ’ নামে বিখ্যাত চিত্রাবলীর শিল্পী। কলিকাতা গভর্নমেন্ট আর্ট স্কুল (বর্তমানে কলেজ) থেকে ১৯৩৩ খ্রী. পাশ করেন। প্ৰথমে তার আঁকার বিষয়বস্তু ছিল প্ৰধানতঃ রোমান্টিক ল্যান্ডস্কেপ ও বর্ণাঢ্য উপজাতি মহিলা। দ্বিতীয় মহাযুদ্ধের সময় ১৯৪৩ খ্রী. সারা বাঙলাদেশ জুড়ে দুর্ভিক্ষের যে বিভীষিকা তিনি প্ৰত্যক্ষ করেছিলেন তা তার শিল্পকর্মকে বিশেষভাবে প্রভাবিত করে। দুর্ভিক্ষের শিকার কঙ্কালসার মৃত্যুপথযাত্রী সন্তানের সদ্যমৃত মায়ের বুক থেকে সুধা টেনে নেবার ঐকান্তিক চেষ্টার নির্মম দৃশ্যকে তিনি সকলের সামনে তুলে ধরেন তার ‘ম্যাডোনা ১৯৪৩’ ছবিতে। দুৰ্ভিক্ষ পর্যায়ের এই প্রথম ছবিতেই তিনি বিখ্যাত হয়ে যান। দেশবিভাগের পর করাচীতে পাকিস্তান সরকারের আর্ট বিভাগে যোগ দেন। এখানে থাকার সময়ে ঢাকায় আর্ট ইনস্টিটিউশনের পরিকল্পনা করেন। ১৯৪৭ খ্রী. ঢাকায় আর্ট ও ক্র্যাফট কলেজ প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৯ খ্রী তিনি তাঁর অধ্যক্ষপদে বৃত হন। ১৯৬৩ খ্রী. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ফাইন আর্ট-এর উীন-পদ লাভ করেন। ১৯৭১ খ্রী. বাংলাদেশ স্বাধীন হবার পর কলিকাতা ও ঢাকার মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানের সময় তাঁর আঁকা ছবির এক প্রদর্শনী কলিকাতায় হয়। তিনি বাংলাদেশের যুদ্ধ-বিধ্বস্ত মানুষের অবস্থা এই সব ছবিতে দেখিয়েছেন।
পূর্ববর্তী:
« জয়নারায়ণ রায়
« জয়নারায়ণ রায়
পরবর্তী:
জয়ন্তনাথ চৌধুরী, জেনারেল »
জয়ন্তনাথ চৌধুরী, জেনারেল »
Leave a Reply