জয়নারায়ণ তর্করত্ন (১৮৫৫ – ১৯০৯) কোটালিপাড়া—ফরিদপুর। উক্ত জেলার কোড়কদির কৈলাসচন্দ্র তর্করত্ন ও নবদ্বীপের ভুবনমোহন বিদ্যারিত্নের নিকট ন্যায়শাস্ত্ৰ অধ্যয়ন করে কাশী ও নবদ্বীপে অধ্যাপনা করেন। কাশীরাজের সভাপণ্ডিত এবং নবদ্বীপ পাকা টোলের অধ্যাপক ছিলেন। তৎকালীন পণ্ডিতসমাজে পাণ্ডিত্য ও শাস্ত্ৰবিচার-নৈপুণ্যের জন্য তাঁর বিশেষ খ্যাতি ছিল। রচিত গ্ৰন্থ ‘তর্করত্নাবলী’ ১৮৮৮ খ্রী. কাশী থেকে প্ৰকাশিত হয়।
পূর্ববর্তী:
« জয়নারায়ণ তর্কপঞ্চানন
« জয়নারায়ণ তর্কপঞ্চানন
পরবর্তী:
জয়নারায়ণ রায় »
জয়নারায়ণ রায় »
Leave a Reply