জয়নারায়ণ তর্কপঞ্চানন (এপ্রিল ১৮০৬ – ১২.১১.১৮৭২) মুরাদপুর-চব্বিশ পরগনা। হরিশচন্দ্ৰ বিদ্যাসাগর। কাব্য, অলঙ্কার ও ন্যায়শাস্ত্র শিক্ষাশেষে শালিখায় (হাওড়া) চতুষ্পাঠী স্থাপন করে অধ্যাপনা শুরু করেন। ১৮৩৯ খ্রী. ঈশ্বরচন্দ্ৰ বিদ্যাসাগরের সঙ্গে হিন্দুল কমিটির পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্ৰশংসাপত্ৰ পান। ১১-৮-১৮৪০ খ্রী. থেকে সংস্কৃত কলেজের ন্যায়শাস্ত্রের অধ্যাপক হন। কলেজে অধ্যাপনার সঙ্গে সঙ্গে নিজ চতুষ্পাঠীও চালাতেন। ১৮৬৯ খ্রী. অবসর-গ্ৰহণ করে কাশীতে বসবাস আরম্ভ করেন। তার রচিত সংস্কৃত শাস্ত্রগ্রন্থের সংখ্যা ১১টি। তার মধ্যে ‘কণাদসূত্ৰ-বিবৃতি’ ও ‘পদার্থতত্ত্বসার’ বিশেষ উল্লেখযোগ্য। বাংলায় রচিত ও মুদ্রিত ‘সর্বদর্শনসংগ্ৰহ’-গ্ৰন্থ ১৮৬১ খ্ৰী. প্রকাশিত হয়।
পূর্ববর্তী:
« জয়নারায়ণ ঘোষাল, মহারাজা
« জয়নারায়ণ ঘোষাল, মহারাজা
পরবর্তী:
জয়নারায়ণ তর্করত্ন »
জয়নারায়ণ তর্করত্ন »
Leave a Reply