জয়দেব (১২শ শতাব্দী) কেন্দুবিল্ব বা কেঁদুলি-বীরভূম। ভোজদেব। খ্ৰীষ্টীয় দ্বাদশ শতাব্দীর শেষার্ধে লক্ষ্মণসেনের রাজসভায় গোবর্ধন, শরণ, ধোয়ী, উমাপতি ও জয়দেব এই ‘পঞ্চরত্ন’ বর্তমান ছিলেন। কিন্তু জয়দেব রচিত ‘গীতগোবিন্দ’ কাব্যগ্রন্থে উক্ত কবিদের নাম থাকলেও লক্ষ্মণসেনের উল্লেখ পাওয়া যায় না। তিনি কিছুদিন উৎকলরাজেরও সভাপণ্ডিত ছিলেন বলে কেউ কেউ অনুমান করেন। তার রচিত বিখ্যাত ‘গীতগোবিন্দ’-গ্ৰন্থ দ্বাদশ সর্গে বিভক্ত এবং বাসন্ত রাসের বর্ণনা সংবলিত। গ্ৰন্থখানি বৈষ্ণব সম্প্রদায় ও সাহিত্যরসিক সমাজের অত্যন্ত প্রিয়। জগন্নাথ-মন্দিরে এই কাব্যগ্রন্থ সুর-তান-সহযোগে প্রত্যহ গীত হয়। সহজিয়াগণ জয়দেবকে আদিগুরু এবং নবরসিকের অন্যতম বলে থাকেন।
পূর্ববর্তী:
« জয়চাঁদ পালচৌধুরী
« জয়চাঁদ পালচৌধুরী
পরবর্তী:
জয়দেব তর্কালঙ্কার »
জয়দেব তর্কালঙ্কার »
Leave a Reply