জয়গোবিন্দ সোম (১৮৩৯/৪০ – ৩.১০.১৯০০) আখালিয়া-শ্ৰীহট্ট। দোলগোবিন্দ। ১৮৬৫ খ্রী. দর্শনশাস্ত্ৰে এম-এ, ও পরে বি-এল পাশ করে হাইকোর্টে ওকালতি শুরু করেন। তিনিই শ্ৰীহট্টের প্রথম এম. এ., বি-এল,। পাঠ্যাবস্থায় খ্ৰীষ্টধর্মে দীক্ষিত হন। দেশীয় খ্ৰীষ্টানদের মধ্যে তিনিই প্ৰথম বাংলা ভাষায় ‘আৰ্যদর্শন’ নামে একখানি মাসিক পত্রিকা প্ৰকাশ করেন। ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান সোসাইটির প্রতিষ্ঠাতা ও ‘ইন্ডিয়ান ক্রিশ্চিয়ান হেরোন্ড’ পত্রিকার সম্পাদক ছিলেন। স্ত্রীশিক্ষার প্রচার-উদ্দেশ্যে স্থাপিত ‘শ্ৰীহট্ট সম্মিলনী’র আজীবন সভাপতি ছিলেন।
পূর্ববর্তী:
« জয়গোবিন্দ গোস্বামী
« জয়গোবিন্দ গোস্বামী
পরবর্তী:
জয়চন্দ্ৰ সান্যাল »
জয়চন্দ্ৰ সান্যাল »
Leave a Reply