জয়গোপাল গোস্বামী (১৮২৯ – ১৯১৬) শান্তিপুর। পণ্ডিত রমানাথ। অদ্বৈত বংশে জন্ম। শান্তিপুর স্কুলের প্রধান পণ্ডিত, বৈষ্ণব শাস্ত্ৰে ব্যুৎপন্ন ও লেখক ছিলেন। নবদ্বীপের পণ্ডিতমণ্ডলী কর্তৃক ‘শিরোমণি’ উপাধিতে ভূষিত হন। ‘গোবিন্দদাসের কড়চা’ পুস্তিকাটির (প্রথম প্ৰকাশ ১৮৯৫) সম্পাদকরূপে পণ্ডিতসমাজে প্ৰথম খ্যাতি অর্জন করেন। রচিত গ্ৰন্থাবলী : ‘চারুগাথা’, ‘শৈবলিনী’, ‘রত্নযুগল’, ‘সাহিত্যমুক্তাবলী’, ‘সীতাহরণ’, ‘বাসবদত্তা’; ছাত্রপাঠ্য গ্ৰন্থ : ‘অনুক্ৰমণিকা’, ‘লঘুপাটিগণিত’, ‘গণিত-বিজ্ঞান’ প্রভৃতি। শ্ৰীযুক্ত কটিরাম ঠাকুর ছদ্মনামে সমাজসংস্কারমূলক গ্রন্থ লিখলেন ‘আটকাটি’। এতে উনিশ শতকের শেষভাগের সমসাময়িক বার্তা পাওয়া যায়। এ ছাড়াও তিনি ‘এড়ুকেশন গেজেট’ পত্রিকায় ‘Swan’ ছদ্মনামে গ্ৰন্থ সমালোচনা লিখতেন। তাঁর পুত্র বনোয়ারীলালও নানান পত্র-পত্রিকায় কবিতা, বিশেষ করে ব্যঙ্গ-কবিতা লিখতেন।
পূর্ববর্তী:
« জয়কৃষ্ণ মুখোপাধ্যায়
« জয়কৃষ্ণ মুখোপাধ্যায়
পরবর্তী:
জয়গোপাল তর্কালঙ্কার »
জয়গোপাল তর্কালঙ্কার »
Leave a Reply