জয়কৃষ্ণ মুখোপাধ্যায় (১৮০৮ – ১৮৮৮) উত্তরপাড়া—হুগলী।। জগন্মোহন। বাল্যে অল্পদিন হিন্দু স্কুলে পড়াশুনা করে পিতার কর্মস্থল মীরাটে ব্রিগেড মেজরের অফিসে কেরানীরূপে প্ৰবেশ করেন। ১৮২৬ খ্রী. ব্রিটিশ সেনাদলের ভরতপুর আক্রমণের সময় ঐ সেনাদলের সঙ্গে ছিলেন। সেখান থেকে ফিরে ১৮৩৫ খ্রী চাকরি ছেড়ে উত্তরপাড়া জমিদারির পত্তন করেন। এর আগেই এক জাল দলিলের মামলায় জড়িয়ে পড়েছিলেন। কিন্তু প্রিভি কাউন্সিলের বিচারে সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হন। ১৮৫৯ খ্রী. তার স্থাপিত উত্তরপাড়া পাবলিক লাইব্রেরী বাঙালীর গৌরব এবং একটি ঐতিহাসিক স্থান। তারই উদ্যোগে এবং সাহায্যে উত্তরপাড়া হাই স্কুল ও উত্তরপাড়া কলেজ প্রতিষ্ঠিত হয়। সর্বসমেত ৩১টি স্কুলে অর্থসাহায্য করতেন। ১৮৬৯/৭০ খ্রী কলিকাতা বিশ্ববিদ্যালয়কে লাইব্রেরী গঠন করার জন্য ৫০০০ টাকা দান করেন। দাতব্য চিকিৎসালয় ও হাসপাতাল স্থাপন তার অন্যতম কীর্তি। বিদ্যাসাগর মহাশয়ের বিধবা-বিবাহ আন্দোলনের সমর্থক ছিলেন। বঙ্গীয় কৃষকদের জীবনযাত্ৰা-প্ৰণালী উপলক্ষ্য করে হুগলী কলেজের অধ্যাপক লালবিহারী দে রচিত ‘Govinda Samanta or History of a Bengali Rayat’ পুস্তকের জন্য লেখককে পুরস্কৃত করেন। ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ছিলেন। ১৮৭৮ খ্ৰী. ব্রিটিশ কর্তৃপক্ষের ব্রিটিশ জাতির পক্ষে অবাধ বাণিজ্যনীতির তিনি প্ৰতিবাদ করেন। ১৮৮৬ খ্রী. কলিকাতায় অনুষ্ঠিত কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে অভ্যর্থনা সমিতির সভাপতি হন।
পূর্ববর্তী:
« জয়কৃষ্ণ মজুমদার
« জয়কৃষ্ণ মজুমদার
পরবর্তী:
জয়গোপাল গোস্বামী »
জয়গোপাল গোস্বামী »
Leave a Reply