জয়কৃষ্ণ মজুমদার (১৩১৮? – ১৩৪৯ বঙ্গাব্দ)। পি. কে. মজুমদার। ডবলিউ. সি ব্যানার্জির দৌহিত্র। ১৯৩০ খ্ৰী. বিমান-বিভাগের ‘এ’ ক্লাস লাইসেন্স পান। ভারতের সর্বকনিষ্ঠ পাইলট বিবেচিত হওয়ায় ১৯৩১ খ্রী. স্যান্ডহাস্টে জেন্টলম্যান ক্যাডেটরূপে ভর্তি হন ও ১৯৩৩ খ্ৰী. কিংস কমিশন প্রাপ্ত হন। ১৯৩৯ খ্রী. কোয়েটার ১৬শ লাইট ক্যাভলরিতে যোগদান করেন। ১৯৩৫ খ্রী. কোয়েটার প্রচণ্ড-ভূমিকম্পের সময় তিনি বিপন্নদের সাহায্যকার্যে অংশগ্রহণ করে খ্যাতিমান হন। যুদ্ধের সময় প্রথমে ভারতীয় বিমান-বিভাগে যোগদান করে ১৯৪০ খ্রী ক্যাপ্টেন এবং ১৯৪২ খ্রী মেজর হন। পরে সর্বপ্রথম ভারতীয়রূপে সামরিক ইন্টেলিজেন্স স্কুলে শিক্ষকপদ লাভ করেন। বিমান দুর্ঘটনায় মৃত্যু।
পূর্ববর্তী:
« জয়কৃষ্ণ দাস
« জয়কৃষ্ণ দাস
পরবর্তী:
জয়কৃষ্ণ মুখোপাধ্যায় »
জয়কৃষ্ণ মুখোপাধ্যায় »
Leave a Reply