জনমেজয় মিত্র, আর্মান (১৭৯৬ – ২৫.৮.১৮৬৯) কলিকাতা। বৃন্দাবন। বাঙালী উর্দু কবি জনমেজয় ‘আর্মান’ (অর্থাৎ কামনা) এই ছদ্মনাম ব্যবহার করতেন। বাংলা, উর্দু, ফারসী ও ব্ৰজভাষায় সুপণ্ডিত এবং বিশেষভাবে উর্দু কাব্যরসের রসিক ছিলেন। উল্লিখিত সব কটি ভাষাতেই কাব্য রচনা করেছেন। ‘নুসখা-এ-দিলকুশা’ তার রচিত বিখ্যাত উর্দু কাব্য।
পূর্ববর্তী:
« জন পিয়ার্সন
« জন পিয়ার্সন
পরবর্তী:
জনাৰ্দন কর্মকার »
জনাৰ্দন কর্মকার »
Leave a Reply