জগমোহন বসু (১) (? – ১৮৫৩) ভবানীপুর—কলিকাতা। রাজা রামমোহন রায়ের সমসাময়িক বিদ্যোৎসাহী জগমোহন মার্চ ১৮২৯ খ্রী. ভবানীপুরে ইউনিয়ন স্কুল নামে একটি ইংরেজী বিদ্যালয় স্থাপন করে সাঁইত্রিশ বছরেরও অধিককাল তার সঙ্গে যুক্ত ছিলেন। ‘হিন্দু ইন্টেলিজেনসার’ পত্রিকা শিক্ষা-জগতে তাকে ডেভিড হেয়ারের সমমর্যাদা দিয়েছিল। ভবানীপুরের তদানীন্তন গণ্যমান্য ও সরকারী উচ্চপদস্থ ব্যক্তি প্ৰায় সকলেই তার তত্ত্বাবধানে স্কুলের শিক্ষা পেয়েছেন।
জগমোহন বসু (২) (১৮৯৮ – ৮.৪.১৯৬৩)। ছাত্রাবস্থায় রাজনীতিতে যোগ দিয়ে ‘পুয়োর ব্রাদার্স’ সমিতি স্থাপন করেন। অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে এবং পরে আগস্ট আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। উত্তর কলিকাতার জনপ্রিয় নেতা, আউনজীবী, কর্পোরেশনের কাউন্সিলর এবং উত্তর কলিকাতা কংগ্রেসের সভাপতি ছিলেন।
Leave a Reply