জগন্মোহন তর্কালঙ্কার (১৮২৯ – ১৯০০) বড়িশা-চব্বিশ পরগনা। রাঘবেন্দ্র ন্যায়বাচস্পতি। অত্যন্ত দরিদ্র পরিবারে জন্ম। কলিকাতায় খুব কষ্টের মধ্যে সংস্কৃত কলেজে পড়াশুনা করে বৃত্তি ও উপাধি লাভ করেন। উক্ত কলেজেই গ্ৰন্থাগারিকের পদে নিযুক্ত হন। প্রয়োজনে অধ্যাপনাও করতেন। তার শ্রেষ্ঠ কীর্তি ‘চণ্ডকৌশিকী’ গ্রন্থের টীকা রচনা। এই গ্ৰন্থ দীর্ঘকাল এম.এ. (সংস্কৃত) পরীক্ষার্থীদের পাঠ্য ছিল। বর্ধমানরাজের উদ্যোগে প্ৰকাশিত মহাভারতের বাংলা অনুবাদগ্রন্থের অন্যতম অনুবাদক ছিলেন। ‘ভাবপ্রকাশ যন্ত্ৰালয়’ ও ‘পুরাণপ্ৰকাশ যন্ত্ৰালয়’ স্থাপন করে বহু সংস্কৃত গ্ৰন্থ অনুবাদ ও প্রণয়ন করে প্রকাশ করেন। ‘বিজ্ঞান কৌমুদী’ (মাসিক ১৮৬০), ‘পরিদর্শক’ (দৈনিক ১৮৬১), ‘সত্যান্বেষণ’ (মাসিক ১৮৬৫) প্রভৃতি পত্রিকার সম্পাদক ছিলেন। পরবর্তী জীবন যোগ এবং তন্ত্র-শস্ত্রের আলোচনা ও সাধনায় কাটান। এই সময় ‘শিবসংহিতা’র উৎকৃষ্ট অনুবাদ করেন। তার ‘বেণীসংহার’ (সংস্কৃত টীকা) ও ‘কল্কিপুরাণের অনুবাদ’ও উল্লেখযোগ্য।
পূর্ববর্তী:
« জগন্মোহন গোসাঞি
« জগন্মোহন গোসাঞি
পরবর্তী:
জগন্মোহিনী কিন্নরী »
জগন্মোহিনী কিন্নরী »
Leave a Reply