জগন্নাথ কোলে (১৯১২ – ১৫.১১.১৯৭৭) কোতুলপুর-বাঁকুড়া। বিশিষ্ট রাজনীতিবিদ, শিল্পপতি ও ব্যবসায়ী। কলিকাতার হিন্দু স্কুল ও স্কটিশ চার্চ কলেজে শিক্ষা। ১৯৪০ খ্রী. কলিকাতা পৌরসভার কাউন্সিলার নির্বাচিত হন। সুভাষচন্দ্ৰ ‘ফরোয়ার্ড ব্লক’ গঠন করলে তিনি তার সহযোগী হিসাবে ঐ দলে যোগ দেন। স্বাধীনতার পর তিনি কংগ্ৰেসে আসেন। ১৯৫২ খ্রী., প্রথম নির্বাচনে লোকসভার সদস্য ও পরে ১৯৫৭ খ্রী. পশ্চিমবঙ্গ বিধানসভায় নির্বাচিত হন। কংগ্রেস দলের চীফ হুইপ ও সংসদীয় মন্ত্রী হিসাবে ১৯৫৭ থেকে ১৯৬৭ খ্রী. বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরের দায়িত্বে ছিলেন। সংসদীয় প্রতিনিধি-দলের সঙ্গে ১৯৬৫ খ্রী. সোভিয়েট রাশিয়া ভ্ৰমণ করেন। ১৯৬৯ খ্রী. আবার ফরওয়ার্ড ব্লকে ফিরে আসেন। ১৯৭০ খ্রী. রাজনীতি থেকে অবসর নেন। এরিয়ান্স ক্লাব ও প্রেস ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, পাট ও বিস্কুট শিল্পের পরিচালক এবং ব্যবস্থাপক ছিলেন।
পূর্ববর্তী:
« জগদ্বন্ধু ভদ্র
« জগদ্বন্ধু ভদ্র
পরবর্তী:
জগন্নাথ তর্কপঞ্চানন »
জগন্নাথ তর্কপঞ্চানন »
Leave a Reply