জগদ্বন্ধু বসু, ডাঃ (১৮৩১ – ২৬.২.১৮৯৮) দণ্ডিরহাট-চব্বিশ পরগনা। রাধামাধব। খ্যাতনামা চিকিৎসক। ১৮৪৯ খ্রী. ঢাকা কলেজ থেকে বৃত্তিসমেত জুনিয়র স্কলারশিপ পরীক্ষা পাশ করেন। পরে কলিকাতা মেডিক্যাল কলেজে ভর্তি হয়ে তিন বছরের মধ্যে ধাত্রীবিদ্যায় প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক ও প্ৰশংসাপত্ৰ পান। এরপর জি.এম.সি.বি. পরীক্ষায় প্রথম হয়ে প্ৰথমে সিম্যান হাসপাতালের ভারপ্রাপ্ত হন ও পরে মেডিক্যাল কলেজের অ্যানাটমির ডিমনষ্ট্রেটর পদ লাভ করেন। শেষে ক্যাম্বেল মেডিক্যাল স্কুলের মেটেরিয়া মেডিকার অধ্যাপক হন, কিন্তু কিছুকাল চাকরি করার পর অসুস্থতার জন্য অবসর-গ্ৰহণ করেন। তিনি ও মহেন্দ্ৰলাল সরকার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ২য় এমডি. (১৮৬৩)। ১৮৭৮ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের ফেলো ও ফ্যাকাল্টি অফ মেডিসিন-এর ডীন এবং ১৮৮৯ খ্ৰী. এম. বি. ও ১৮৯০ খ্ৰী. এম. ডি পরীক্ষার পরীক্ষক নিযুক্ত হন। ১৮৮৭ খ্ৰী. কলিকাতা মেডিক্যাল স্কুল স্থাপনে প্রধান উদ্যোগীদের অন্যতম ছিলেন। নিজগ্রামে তারই অর্থে একটি দাতব্য চিকিৎসালয় স্থাপিত হয়। ডা মহেন্দ্রলালের ‘সায়েন্স অ্যাসোসিয়েশন’ প্রতিষ্ঠাকালে তিনি ১০০০ টাকা দান করেছিলেন। মেডিক্যাল কংগ্রেসের ভাইস-প্রেসিডেন্ট এবং দশ বছর মিউনিসিপ্যাল কমিশনার ছিলেন। সঙ্গীত ও নৃত্যে তার বিশেষ জ্ঞান ছিল। তা ছাড়া চিত্রাঙ্কনকার্য ও সূচীবিদ্যায় অনুরাগী ছিলেন। রত্ন-পরীক্ষায়ও বিশেষ অভিজ্ঞতা ছিল। কলিকাতার কনসেন্ট বিলের আন্দোলনে বিরোধী ছিলেন। চিকিৎসা ও স্বাস্থ্য-বিষয়ে সাময়িকপত্রে বহু প্ৰবন্ধ লিখেছেন। ১৮৬৬ খ্রী. প্ৰথম প্ৰকাশিত ‘ইন্ডিয়ান মেডিক্যাল গেজেট’-এর নিয়মিত লেখক ছিলেন।
পূর্ববর্তী:
« জগদ্বন্ধু দত্ত
« জগদ্বন্ধু দত্ত
পরবর্তী:
জগদ্বন্ধু ভদ্র »
জগদ্বন্ধু ভদ্র »
Leave a Reply