জগবন্ধু (১৮৭১ – ১৯২১) গোবিন্দপুর-ফরিদপুর। দীননাথ ন্যায়রত্ন। কিশোর বয়সেই নাম-সংকীর্তন, ভাগবত-পাঠ, ভগবদ্যালোচনা শুনলেই তিনি ভাবাবিষ্ট হয়ে পড়তেন। অন্ত্যজ ও অস্পৃশ্যদের প্রতি তার অসাধারণ করুণা ছিল। সামাজিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে ফরিদপুরের বুনো বাগদীরা খ্ৰীষ্টধর্মগ্রহণে উদ্যোগী হলে তিনি তাদের উপদেশ-দানে নিবৃত্ত করে হরিভক্ত-সম্প্রদায়ে পরিণত করেন। কলিকাতার রামবাগান অঞ্চলে/বাসকালে ডোমদের নাম-কীর্তন ও বৈষ্ণবীয় আচার-আচরণে উদ্বুদ্ধ করেন। ফরিদপুর আশ্রমে সমাধিস্থ অবস্থায় মৃত্যু।
পূর্ববর্তী:
« জগন্মোহিনী দেবী
« জগন্মোহিনী দেবী
পরবর্তী:
জগমোহন বসু »
জগমোহন বসু »
Leave a Reply