জগদীশ মুখোপাধ্যায় (১৮৬১ – ১০.১১.১৯৩২) বারুইখালি—খুলনা। কালীকুমার। যশোহর জেলা স্কুল থেকে প্ৰবেশিকা এবং ১৮৮৫ খ্রী. কলিকাতা মেট্রোপলিটান কলেজ থেকে সংস্কৃত অনার্স নিয়ে বি-এ, পাশ করে ঐ বছরই অশ্বিনীকুমার দত্তের সহায়তায় বরিশালে নবপ্রতিষ্ঠিত ব্ৰজমোহন স্কুলে শিক্ষকের পদে নিযুক্ত হন। ১৮৮৯ খ্রী. ব্ৰজমোহন বিদ্যালয়ে কলেজ বিভাগ খোলা হলে একই সঙ্গে স্কুলে ও কলেজে পড়াতেন। ১৯০১ খ্রী. থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। ১৯২১ খ্রী. বিদ্যালয় থেকে অবসর নেন। রাজনৈতিক আন্দোলনে তিনি কখনও প্ৰত্যক্ষভাবে অংশগ্রহণ করেন নি। কিন্তু মনে প্ৰাণে তিনি ছিলেন একজন খাটি দেশপ্রেমিক, সমাজ-সেবক ও আদর্শবান শিক্ষক। একসময় অশ্বিনীকুমার এবং তিনি বরিশালের সমস্ত সৎকার্যের প্রাণ ছিলেন। সমস্ত ছাত্র তাদের নৈতিক চরিত্র দ্বারা প্রভাবিত হয়েছিল। বরিশাল শহরে ‘Sir’ নামেই পরিচিত ছিলেন। তিনি প্রাচীন আদর্শে ‘অমৃত সমাজ’ নামে একটি সমাজ স্থাপন করেছিলেন। প্রথম জীবনে ব্ৰাহ্মধর্মের সংস্রবে এলেও পরবর্তী জীবনে মতাদর্শ পরিবর্তিত হয়। কলেজে প্রতি রবিবার গীতাপাঠ করতেন। বাড়ীতে তাঁর শাস্ত্রপাঠের আসরে বরিশালের সর্বধর্মের সাধারণ ও বহু গণ্যমান্য ব্যক্তি উপস্থিত থাকতেন। এই কারণে তার বাসস্থান ‘জগদীশ আশ্রম’ আখ্যা পেয়েছিল। উদ্ভিদবিদ্যায়, সঙ্গীতশাস্ত্রে ও জ্যোতিষশাস্ত্রে বিশেষ দক্ষতা ছিল। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার শীর্ষস্থানীয় উপদেষ্টাদের অন্যতম ছিলেন। অকৃতদার এই কর্মযোগীর সংঙ্কল্প ছিল-বাবা হবেন না, দীক্ষাগুরু হবেন না, গ্ৰন্থকার হবেন না। নশ্বর জগতে তাঁর কোনো চিহ্ন না থাকে এই ছিল তার অভিপ্ৰায়।
পূর্ববর্তী:
« জগদীশ পণ্ডিত
« জগদীশ পণ্ডিত
পরবর্তী:
জগদীশচন্দ্র চট্টোপাধ্যায় »
জগদীশচন্দ্র চট্টোপাধ্যায় »
Leave a Reply